হলদিবাড়ি: আসন্ন পবিত্র ইদুজ্জোহা উপলক্ষ্যে সাময়িকভাবে বন্ধ হচ্ছে মিতালি এক্সপ্রেসের (Mitali Express) পরিষেবা। শুক্রবার এমনটাই জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, ইদুজ্জোহা উপলক্ষ্যে আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখার জন্য জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে ভারতীয় রেলমন্ত্রকের তরফে ওই কদিন ট্রেনটির পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ওপর দুটি ট্রেন বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসও আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এরপর পূর্ব সূচি অনুযায়ী পুনরায় পরিষেবা মিলবে।
আরও পড়ুন : হলদিবাড়িতে মিতালি এক্সপ্রেসের স্টপেজ না দেওয়ায় আন্দোলনে তৃণমূল