ঋদ্ধিমান চৌধুরী, ঢাকা: আগামী পয়লা বৈশাখ হুইসেল বাজবে মিতালীর। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চে দুই দেশের পতাকা উড়িয়ে যাত্রা শুরুর কথা থাকলেও ভিসা জটিলতায় তা পিছিয়ে যায়। মঙ্গলবার বাংলাদেশ রেলভবনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী। বৈঠক শেষে দোরাইস্বামী বলেন, ‘যত দ্রুত সম্ভব সাধারণ ভিসা বা পর্যটক ভিসা চালু করতে দুই দেশই চেষ্টা করছে। এজন্য উভয় দেশের স্বাস্থ্যমন্ত্রক পর্যায়ে কথা বলা হচ্ছে। বর্তমানে বেনাপোল এবং আগরতলা দিয়ে সীমিত আকারে মেডিকেল, ব্যবসা এবং স্টুডেন্ট ভিসায় যাতায়াত চালু রয়েছে।’
ভারতের সঙ্গে ঋণ প্রকল্পের বৈঠক শেষে বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, ২৬ মার্চ ইচ্ছে থাকা সত্বেও মিতালীর যাত্রা সম্ভব হয়নি। আমরা আশা করছি আগামী পয়লা বৈশাখ তা সম্ভব হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন যেসব রেলপথ চালুর অপেক্ষায় রয়েছে তার মধ্যে আখাউড়া-আগরতলা অন্যতম। এই প্রল্পটি এ বছরের শেষ নাগাদ চালু করার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী আরও জানান, ভারত থেকে আরও লোকমোটিভ আনতে চায় বাংলাদেশ। ভারত তা অনুদান হিসেবে দিতে চায়। ভারতে সকল রুটে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত ট্রেন চালু হচ্ছে। ফলে ৪-৫ বছর চলাচল করেছে, এমন লোকমোটিভ খুবই কম মূল্যে বাংলাদেশ সংগ্রহ করতে পারে। এর আগে বাংলাদেশকে ১০টি রেলইঞ্জিন উপহার দিয়েছিল ভারত।
আরও পড়ুন : এবার অমিত শাহের সময় চাইলেন তৃণমূল সাংসদরা