গয়েরকাটা: উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার। বিজেপির হয়ে বুধবার গয়েরকাটায় প্রচারে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা-র হয়ে ভোট প্রচারে আসছেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগামীকাল সকালে আলিপুরদুয়ারে আসবেন মিঠুন। সেখান থেকে হেলিকপ্টারে করে গয়েরকাটায় সভায় আসবেন তিনি। মাদারিহাটের বিদায়ী বিধায়ক মনোজ টিগ্গা জানান, আগামীকাল বেলা ১টায় গয়েরকাটায় মিঠুন চক্রবর্তীর সভা রয়েছে। পাশাপাশি তিনি জানান, তাঁর হয়ে মহাগুরু প্রচারে আসায় তিনি ধন্য।
অন্যদিকে, ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে একই বিধানসভা এলাকার ডিমডিমায় সভা করতে আসছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে দুই হেভিওয়েটের প্রচার নিয়ে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। দু’জন কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গতবার ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদম লামাকে ২২ হাজার ৩৮ ভোটে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। এবার ফের নির্বাচনে লড়ছেন মনোজ। এবছর মনোজের প্রচারে মহাগুরুর আগমন তাদের প্রচারে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে গেরুয়া শিবির।