উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে ফের বাংলা দখলের হুংকার দিয়েছেন অমিত শা-জেপি নাড্ডারা। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বাংলার রাজনীতিতে পা রাখলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সোমবার তিনি কলকাতায় পৌঁছন। এরপর বিকেলে সরাসরি রাজ্য বিজেপির (BJP) অফিসে গিয়ে বৈঠক করেন নেতৃত্বের সঙ্গে। ছিলেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহারা। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে ফের মিঠুনকে প্রচারে নামাতে চলেছে বিজেপি। সেই প্রচারের পরিকল্পনা কী হবে তা নিয়েই মিঠুনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। বাংলার মানুষের মধ্যে মিঠুনের জনপ্রিয়তা এখনও অটুট। আর সেই ভাবনা থেকেই মিঠুনকে কাজে লাগাতে চাইছে দল।
গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছিলেন মিঠুন। মিঠুনের প্রতিটি প্রচারে জনজোয়ার হলেও তার ফল ভোট বাক্সে সেভাবে পায়নি বিজেপি। তারপর থেকে আর বাংলায় পা রাখেন নি মিঠুন চক্রবর্তী। বরং বিভিন্ন প্রচার সভায় তার বলা সংলাপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ অভিযোগও দায়ের করে তৃণমূল। যদিও সেসব এখন অতীত। তবে এবার তিনি ফের সক্রিয় হওয়া কিছুটা আশার আলো দেখছেন বিজেপি রাজ্য নেতারা।
আরও পড়ুন : মিঠুন চক্রবর্তী এলেন কলকাতায়, আজই কি যাবেন বিজেপির সদর দপ্তরে?