আসানসোল: দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসার পথে বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গাড়ি। শনিবার বাঁকুড়া থেকে আসানসোলে আসার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও মিঠুন সহ গাড়িতে থাকা সকলেই অক্ষত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কে ধাদকা মোড় সংলগ্ন দলের জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বাঁকুড়া থেকে আসছিলেন মিঠুন। সেই সময় রাস্তায় বাঁক নিতে গিয়ে আচমকাই তাঁদের গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে মিঠুনের গাড়িটি। সঙ্গে সঙ্গে তাঁদের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে আরেকটি গাড়ি। ঘটনায় মিঠুনের গাড়ির সামনের এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর অবশ্য গাড়িটি সারাই করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তাঁরা।
আরও পড়ুন: Abhishek Banerjee | শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের আমন্ত্রণ! ‘এলে খুশিই হব’, বলছেন দিব্যেন্দু