কলকাতা: বিজেপিতে যোগ দিয়ে সিনেমার ডায়ালগের ঢঙে নিজেকে ‘জাত গোখরো’র সঙ্গে তুলনা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি, নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চে থাকা তাঁর কাছে যে স্বপ্নের মতো, তাও জানিয়ে দেন অভিনেতা। রবিবার কলকাতায় বিজেপির ব্রিগেড মঞ্চে ধুতি-পাঞ্জাবিতে হাজির হন মিঠুন। সেখানেই দলের পতাকা হাতে তুলে নেন। গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে পদ্মশিবিরে স্বাগত জানান রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপিতে যোগ দিয়ে মিঠুন বলেন, ‘আমি গর্বিত আমি বাঙালি। ভুলে যাবেন না দেশবন্ধু চিত্তরঞ্জনের ১৫০তম বছর এটা। ভুলে যাবেন না রানি রাসমণিকে, তাঁরাই আসল বাঙালি। বাংলার সব কিছুতে অধিকার আপনাদের। কেউ তা ছিনিয়ে নিতে এলে, আমাদের মতো কিছু লোক দাঁড়িয়ে যাবে।’ অভিনেতা বলেন, ‘আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি যা বলি, তা করে দেখাই। আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।’

নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চে থাকা যে তাঁর কাছে স্বপ্নের মতো, তাও জানিয়ে দেন মিঠুন। তাঁর কথায়, ‘আজকের দিনটা স্বপ্নের মতো। স্বপ্ন দেখেছিলাম জীবনে কিছু করব। নরেন্দ্র মোদির সঙ্গ একমঞ্চে থাকব এটাই তো স্বপ্ন।’ তিনি বলেন, ‘দাদার প্রতি ভরসা রাখবেন। দাদা কখনও ভয় পেয়ে পালিয়ে যায়নি।’