উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আপাতত স্থিতিশীল ডিস্কো কিং। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁর অসুস্থতার খবর। সম্প্রতি পেটে ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গের কারণে মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty) ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ৭১ বছর বয়সি অভিনেতা। ছেলে মিমো(Mimo) জানান, কিডনিতে পাথর হওয়ার কারনেই এই অবস্থা। তবে এখন অবস্থা স্থিতিশীল। নেটমাধ্যমে মিঠুনের অসুস্থতার ছবি প্রথম পোস্ট করেছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ। প্রিয় অভিনেতার আরোগ্য কামনা করেছিলেন তিনি। এরপর থেকেই বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আরও অনেকেই।
আরও পড়ুন : এখনই ছুটি নয়, আরও কিছুদিন হাসপাতালেই থাকবেন মাধবী