ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দিন যত কাছে আসছে, ততই রাজনৈতিক টানাপোড়েন বেড়ে চলেছে। কার্যত বিগত কয়েকদিন যাবত উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরে লাগছে একের পর এক ধাক্কা। বৃহস্পতিবার সকালেই বিজেপি ছেড়েছেন বিধায়ক মুকেশ ভার্মা। আর তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আরও এক বিধায়ক বিজেপি ছাড়লেন। জানা গিয়েছে লখনৌ এর বিধায়ক বিনয় শাক্য তড়িঘড়ি বিজেপি ছাড়লেন। এবং তিনি দল ছাড়ার কারণ হিসেবে জানিয়ে দিয়েছেন, স্বামী প্রসাদ মৌর্য যেহেতু দলে নেই তাই তিনি দলে আর থাকবেন না। প্রসঙ্গত গত সোমবার শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আর তারপরেই বিজেপিতে লাগাতার ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে ৮ জন বিধায়ক বিজেপি ছেড়ে দিলেন। অন্যদিকে উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরে এই ভাঙন কার্যত চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রার্থী তালিকা তৈরি করতে তাই তড়িঘড়ি দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসেছে বিজেপির সদর কার্যালয়ে বলে জানা যাচ্ছে। পাশাপাশি সূত্রের খবর, এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। এছাড়াও বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। সব মিলিয়ে উত্তরপ্রদেশের ভোটের আবহে বিজেপি কি করে পরিস্থিতি সামাল দেয় সেটাই এখন দেখার।
স্বাধীনতা দিবসে ৭৫ ফুটের পতাকা নিয়ে বিজেপির পদযাত্রা
রায়গঞ্জ: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে ৭৫ ফুটের জাতীয় পতাকা নিয়ে রায়গঞ্জ (Raiganj) শহরে একটি...
Read more