মেটেলি, ৫ ডিসেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিনে অসুস্থ, দুস্থ তিন প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে তাদের সাহায্য করলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা। রবিবার বিকেলে বিধায়ক মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার ভবেশ্বর পাড়ার প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী ছয়েদার রহমান, ললিত রায় ও চৌধুরী ওঁরাও এর বাড়িতে যান।বর্তমানে তারা অসুস্থ এবং আর্থিক দিক থেকেও দুস্থ। এদিন বিধায়ক তাদের বাড়িতে গিয়ে যাবতীয় খোঁজখবর নেন। ফল, বিস্কুট, গরম কাপড়, চাদর সহ খাদ্যদ্রব্য তুলে দেন পরিবারের হাতে।
ইন্দিরা-রাজীব মৃত্যু নিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর, বিতর্ক তুঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজীব গান্ধি এবং ইন্দিরা গান্ধির মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরাখণ্ডের মন্ত্রী গণেশ যোশি (Ganesh Joshi)। এদিন তিনি...
Read more