তুফানগঞ্জ: তুফানগঞ্জ অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্যোগে অগ্নি নিরাপত্তা মাসের অঙ্গ হিসেবে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে মক ড্রিল অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের কাছে স্বাস্থ্যকর্মীদের অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে আগুন নেভাতে হয়, তা শিখিয়ে দেন তুফানগঞ্জ অগ্নিনির্বাপণ কেন্দ্রের কর্মীরা। কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় সরকার জানান, গত ৫ মে থেকে অগ্নি নিরাপত্তা নিয়ে রাজ্যজুড়ে নানা সচেতনতামূলক শিবির হচ্ছে। মানুষকে অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে তুফানগঞ্জের তিনটি শপিং মলে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কিশোর বর্মন, মেডিকেল অফিসার ডঃ শান্তিময় দত্ত সহ অন্যান্যরা।
পুলিশি অভিযানে চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার
হলদিবাড়ি: হলদিবাড়ি (Haldibari) শহরের বুকে চুপিসারে চলছিল চোলাই মদের কারবার। বিষয়টি নজরে আসতেই অভিযান চালাল হলদিবাড়ি থানার পুলিশ। শুক্রবার হলদিবাড়ি...
Read more