ফ্রাঙ্কফুর্ট: করোনা ভ্যাকসিনের জন্য প্রতি ডোজের দাম ২৫ থেকে ৩৭ ডলার রাখা হবে। এমনটাই ঘোষণা করল ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা মর্ডানা। তবে ভ্যাকসিনের পরিমাণের উপর দামের ওঠাপড়া নির্ভর করবে বলে জানিয়েছেন সংস্থার চিফ একজিকিউটিভ স্তেফান ব্যানসেল। সম্প্রতি এক আন্তর্জাতিক পত্রিকায় তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
গত সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্তা জানিয়েছেন, মডার্নার সঙ্গে ভ্যাকসিন বিষয়ক চুক্তিতে আগ্রহী ইউরোপিয়ান কমিশন। কয়েক কোটি ডোজ পেতে ২৫ ডলারের নীচে দাম রাখতে চায় তারা।
স্তেফান ব্যানসেল বলেন, ‘এখনও কোনও কাগজপত্রে সইসাবুদ হয়নি। তবে ইউরোপিয়ান কমিশনের সঙ্গে আমাদের একটি চুক্তি হতে পারে। আমরা ইউরোপে ভ্যাকসিন সরবরাহ করতে চাই। সে বিষয়ে গঠনমূলক কথাবার্তাও চলছে। তার জন্য অল্প কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।’
এর আগে চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে পাওয়া রিপোর্টের সুবাদে তাদের তৈরি ভ্যাকসিন করোনা সংক্রমণ রোধে ৯৪.৫ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে মডার্না। প্রসঙ্গত, গত জুলাই মাস থেকেই মডার্নার সঙ্গে পরীক্ষা স্তরে থাকা করোনা টিকা নিয়ে কথা শুরু করেছিল ইউরোপিয়ান ইউনিয়ন।