পোর্টাল ডেস্ক: রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রথম দফার নির্বাচনের দিন সকালে বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় টুইট করার পেছনে বাঙালীর আবেগকে ছোঁয়ার প্রচ্ছন্ন চেষ্টা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এদিন মোদি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ভোটগ্রহন শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
- Advertisement -