হিউস্টন, ২২ সেপ্টেম্বর : ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ফের উপত্যকায় ফিরিয়ে আনার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে হিউস্টনে প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেয় কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন। প্রধানমন্ত্রী এরপর বলেন, ‘কাশ্মীরকে আবার স্বর্গ বানাব। ঘরে ফেরাব আপনাদের সবাইকে।’ ‘হাউডি মোদি’ ইভেন্টে বক্তৃতা দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে অনাবাসী ভারতীয়দের সভায় জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে বলতে পারেন মোদি। তার আগেই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন কাশ্মীরি পণ্ডিতরা।গ্লোবাল কাশ্মীরি পণ্ডিত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোদীর কাছে আর্জি জানানো হয়, এ বার অন্তত তাঁদের ভিটেতে ফেরানোর ব্যবস্থা করা হোক। সংগঠনের তরফে এক প্রতিনিধি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কাশ্মীরকে নতুন করে গড়ছি। সন্ত্রাসের নরক থেকে ফের স্বর্গ বানাব উপত্যকাকে।’ কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে আশ্বাস দিয়েছেন, তাতে তাঁরা আশাবাদী। যে ভাবে তিনি কাশ্মীরকে নতুন করে গড়তে সদিচ্ছা দেখাচ্ছেন, তাঁরাও মোদীর সঙ্গেই আছেন বলেই জানিয়েছে কাশ্মীরি পণ্ডিতদের আন্তর্জাতিক সংগঠন। ২০১৪-র লোকসভা ভোটে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু গত পাঁচ বছরে সেরকম কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা বাতিল করেছে বিজেপি সরকার। তবে কার্ফিউয়ের কাশ্মীরে কবে প্রকৃত শান্তি ফেরে সেটাই এখন দেখার।