নয়াদিল্লি: দেশবাসীর উদ্দেশ্যে শুক্রবার সকালে ফের বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেল ৫ টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী টুইট করে জানান, ‘আগামীকাল সকাল ৯টায় দেশবাসীর সঙ্গে একটি ভিডিও বার্তা শেয়ার করব।’ এর আগে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকে করোনা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক বার্তা শেয়ার করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার অনলাইনে বৈঠকও করেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তা নিয়ে দেশবাসীর কৌতুহল বাড়ছে। প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে জল্পনা।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
— Narendra Modi (@narendramodi) April 2, 2020
উল্লেখ্য দেশজুড়ে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়েই নতুন কোনো ঘোষণা করবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই কৌতূহল মেটাতে শুক্রবার সকালে তার ভিডিও বার্তার জন্য মুখিয়ে রয়েছেন গোটা দেশের জনসাধারণ।