উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ‘দুর্বল প্রধানমন্ত্রী’। সুযোগ পেলেই ভোটারদের সহানুভূতি আদায় করতে চান নিজের পারিবারিক পরিচয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে খাড়গের এই মন্তব্যে তীবে আলোড়ন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
২০১৪-র লোকসভা ভোটের প্রচারে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ’কে ‘দুর্বল প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী মোদী। মোদি মনমোহন সিং-এর সম্পর্কে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মনমোহনের যাবতীয় পদক্ষেপ আসলে সনিয়া, রাহুলদের সিদ্ধান্ত। তিনি রিমোট চালিত প্রধানমন্ত্রী’। কিন্তু মোদির এই সাড়ে ৮ বছরের রাজত্বকালে কেও তাঁকে দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যা দেয়নি। এবার মল্লিকার্জুন খাড়গে দুর্বল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করে পালটা জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গুজরাট নির্বাচনে প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আর কতদিন আপনি পারিবারিক পরিচয় বলে বেড়াবেন। আপনি প্রায়ই বলে থাকেন, আমি গরিব পরিবার থেকে এসেছি। আর আমি এমন সমাজের মানুষ যাদের অন্যরা অচ্ছুৎ মনে করত। মানুষ আপনার হাতে চা খেয়েছে। আমাদের হাতে কেউ চা পান করত না। আমি গরিব পরিবার থেকে এসেছি। কংগ্রেস আমাকে গালি দিচ্ছে, আমার পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে, এই জাতীয় কথা আর কতদিন শোনাবেন? মানুষ এত বোকা নয়। তারা বোঝে আপনার কৌশল। এসবই প্রধানমন্ত্রীর দুর্বলতার লক্ষণ। তাঁর আসলে কাজ নিয়ে কিছু বলার নেই। কাজের কথা এলেই তিনি বলে থাকেন, ৭০ বছরে কংগ্রেস কিছু করেনি।’ খাড়গে আরও বলেন, ‘পারিবারিক পরিচয় তুলে ধরে রাজনীতি করা মোটেই ভাল দৃষ্টান্ত নয়। তিনি নিজে জনজাতি গোষ্ঠীর মানুষ। কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে কখনও সে কথা বলেননি।’
সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী নিজেকে সর্দার বল্লভভাই প্যাটেল ভাবতে শুরু করেছেন। এবারের ভোটে ওঁকে বুঝিয়ে দেব, উনি আদতে কী। ওঁর পরিচয় ওঁকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’ মিস্ত্রির ওই কথার প্রসঙ্গ ধরে প্রায় প্রতিটি নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন কংগ্রেস তাঁকে অপমান করছে। তিনি যেহেতু সাধারণ পরিবার থেকে এসেছেন, তাই তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অতীতেও কংগ্রেস নেতারা তাঁর সম্পর্কে, পরিবার সম্পর্কে নানান কটু কথা বলেছেন, তাও তুলে ধরছেন মোদি।
আরও পড়ুন: BJP | জন্ম নিয়ন্ত্রণ, সিএএ, সিভিল কোড-‘ত্রিফলা’ প্রচারে নামতে চলেছে বিজেপি