নয়াদিল্লি: বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড)-এর বৈঠকে অংশ নিতে সেখানে যাচ্ছেন তিনি। প্রায় দেড় বছর পর প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর, শুক্রবার ওয়াশিংটনে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দেবেন মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। আফগানিস্তান, আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, করোনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাইডেন। তারপর এই প্রথম তিনি মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন। এর আগে তাঁরা একাধিক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন।
স্বস্তি পেলেন বাইডেন, দীর্ঘ তল্লাশির পরও মিলল না গোপন তথ্য
ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সরকারি গোপন নথি। আর তারপরই একাধিক প্রশ্নের...
Read more