নয়াদিল্লি: লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও আদানি প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ‘আদানি’ বিতর্কের মধ্যেই তিনি এদিন কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন। মোদি বলেন, ‘বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন। ততই পদ্ম ফুটবে।‘
বিরোধীদের স্লোগান-কটাক্ষের মধ্যেই এদিন রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরু থেকেই তাঁর আক্রমণের মূল নিশানায় ছিল কংগ্রেস। জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘নেহরুকে নিয়ে অবহেলা হলে কয়েকজন অভিযোগ করেন। তাহলে গান্ধি-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?’ মোদি বলেন, ‘কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। ওদের দুর্দশা বুঝতে পারছি।’ এছাড়া কংগ্রেস শুধু ‘ভোটব্যাংকের রাজনীতি’ করে বলেও আক্রমণ করেন তিনি।
লোকসভার পর এদিন রাজ্যসভাতেও আদানি ইস্যুতে স্লোগান দিচ্ছিলেন বিরোধীরা। কখনও তাঁরা বলছিলেন, ‘আদানি-মোদি ভাই ভাই’, আবার কখনও ‘মোদিজি জবাব দাও’। যদিও আদানি নিয়ে ভাষণে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী। পালটা হিসেবে নিজের সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। বিরোধীরা হট্টগোল করলে তাঁদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মোদি। তিনি বলেন, ‘আপনারা এখানে চেঁচামেচি করছেন। মানুষ আপনাদের কথা শুনছে না। আমরা মানুষের আস্থা অর্জন করেছি।’
প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপি করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছে। ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ নামে আমেরিকার একটি সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেশে শোরগোল পড়েছে। আর শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সুসম্পর্ক’কে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি, ছুড়ে দিয়েছে কটাক্ষ। যদিও এই ইস্যুতে মুখে কুলুপ কেন্দ্রীয় সরকারের। তবে বুধবার লোকসভার ভাষণে ‘আদানি’ শব্দটি উচ্চারণ না করলেও কৌশলে মোদি বলেছিলেন, ‘দেশের মানুষ মিথ্যা-নোংরা অভিযোগ বিশ্বাস করবে না।’ এদিনও আদানি ইস্যুতে নীরব ছিলেন তিনি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Assam | অসমে নাবালিকা বিয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত, মহিলা পুরুষ মিলিয়ে গ্রেপ্তার ২৬৬৬