কলকাতা : চারে চার হয়েছে। এবার লক্ষ্য আই লিগে টানা পঞ্চম জয়। তাই ধুঁকতে থাকা চার্চিল ব্রাদার্সকেও গুরুত্ব দিচ্ছে মহমেডান স্পোর্টিং।
লিগে এখনও জয়ের দেখা পায়নি চার্চিল। চার ম্যাচে মাত্র একটি ড্র। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভের বক্তব্য, আমরা এখন লিগ শীর্ষে রয়েছি। ফলে সব দল আমাদের বিরুদ্ধে বাড়তি উদ্যমে খেলতে চাইবে। আমাদের হারানোর জন্য মাঠে নিজেদের সেরাটা দেবে। লম্বা লিগে সব ম্যাচে সমান পারফরমেন্স করা না গেলেও জয়ের মোমেন্টাম ধরে রাখতে মরিয়া এই রাশিয়ান কোচ।
করোনার ধাক্কায় লিগ স্থগিত হওয়ায় চাপ বেড়েছে ক্লাবগুলির। টানা ম্যাচ খেলতে হচ্ছে সকলকেই। ফলে বিষয়টি নিয়ে পৃথক কোনও ভাবনা নেই কোচ চেরনিশভের। বললেন, শুধু আমরা টানা ম্যাচ খেলছি এমন নয়, বাকি ক্লাবগুলিও এই পরিস্থিতির শিকার। তাই এটা নিয়ে অভিযোগ জানানোর মানে নেই। আমরা এই ধরণের সমস্যার কথা মাথায় রেখেই প্রি-সিজনে অনুশীলন করেছি। ফলে টানা ম্যাচ খেলা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।
চার ম্যাচে সাত গোল করেছেন মার্কাস জোসেফ। কিন্তু গোলের জন্য দল শুধু তাঁর দিকেই তাকিয়ে এমন নয়। শেষ ম্যাচে গোল করেছেন আরেক বিদেশী অ্যান্ডেলো রুডোভিচ এবং ডিফেন্ডার আশীর আখতার। যা ইতিবাচক দিক, মনে করছে সাদা-কালো শিবির। সোমবার সকালে রাজারহাটে ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন সারেন মনোজ মহম্মদ, নিকোলা স্টোজানোভিচরা। এরপর বিকেলে হোটেলেই জিম করেন ফুটবলররা।
মহমেডানের টিমগেমের কথা শোনা গিয়েছে দলের অন্যতম তারকা ফয়জল আলির মুখেও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলে মার্কাস, নিকোলা, শেখ ফৈয়াজের মতো সতীর্থ থাকা সুবিধাজনক। কারণ আমি স্ট্রাইকার হয়ে আক্রমণে গেলে মার্কাস উইংয়ে এসে আমার জায়গা নেয়। আবার নিকোলা এগিয়ে খেললে আমি ওর শূন্যস্থান পূরণ করি। এখন আমাদের মধ্যে বোঝাপড়া এতটাই ভালো যে, মাঠে সবকিছু বলারও প্রয়োজন হয় না।
চার্চিল ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার জন্য সেই টিমগেমই ভরসা মহমেডানের।