Online Desk: সময়টা একদম ভালো যাচ্ছে না। চলতি আইএসএলের শেষ চারটে ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি এটিকে মোহনবাগান। শেষ পর্যন্ত ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
প্রথম দুটি ম্যাচে জয়ের পর থেকে হোঁচট খাচ্ছে দল। জানা গিয়েছে, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হাবাস নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। স্প্যানিশ কোচ ম্যানেজমেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এটিকে মোহনবাগানের তরফেও পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এদিকে মরশুমের মাঝে বিদায় নেওয়ায় কে এটিকে মোহনবাগানের দায়িত্ব নেবেন, তাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন যাঁকেই কোচ করে আনা হোক, তাঁকে কিছুদিন কোয়ারান্টিনে থাকতে হবে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial