পতিরাম: উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। গত বছরের চেয়ে এবছর নয়দিন আগেই বর্ষার আগমন ঘটল উত্তরে। পাশাপাশি বর্ষা প্রবেশ করেছে পার্শ্ববর্তী রাজ্য সিকিমেও। দুই-একদিনের মধ্যেই গৌড়বঙ্গের জেলাগুলিতে বর্ষা পুরোপুরি শুরু হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুন দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৭ ও ৮ জুন দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দুই জেলাতেই ৫০ মিলিমিটার করে দৈনিক বৃষ্টিপাত হতে পারে। আগামী পাঁচদিন উভয় জেলার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৪ থেকে ৩৬ এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই সময় উভয় জেলাতে ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচদিনে দুটি জেলায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ ৮৪ থেকে ৯০ এবং সর্বনিম্ন ৫০ থেকে ৭০ শতাংশের মতো। মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের নোডাল অফিসার ডা. জ্যোতির্ময় কারফরমা এবং আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর উভয়ে মনে করছেন, বর্ষার শুরুতে আগামী পাঁচদিন গৌড়বঙ্গের দুটি জেলায় বৃষ্টিপাত একপ্রকার নিশ্চিত।
আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুরে চোরাই বাইক সহ ধৃত ২