কলকাতা, ২৬ জুনঃ রাজ্যে বর্ষার পরিস্থিতি অনুকূল হওয়ায় বাড়ছে বৃষ্টির পরিমাণ। সোমবার সারাদিন ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার অধিকাংশ জায়গা। এদিন সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।