নিশিগঞ্জ: নবপত্রিকার স্নানের মধ্যে দিয়ে শুরু মহাসপ্তমীর সকাল। রবিবার সকালে নিশিগঞ্জ (Nishiganj) আমতলা নদীর ঘাটে শুরু হয়েছে কলা বউ স্নানের পর্ব। এরপরই পরবর্তী পর্যায়ের পুজো প্রস্তুতি শুরু হয়েছে মণ্ডপে মণ্ডপে। তারপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। ঢাকে কাঠি পড়ে গিয়েছে মহাসপ্তমীর পুজোর। নিশিগঞ্জ আমতলা ঘাটে স্থানীয় কৃষ্ণ সংঘের পুজোর আয়োজকরা শোভাযাত্রা করে কলাবউ স্নান করাতে নিয়ে আসেন। সকাল থেকেই তা দেখার জন্য অনেক মানুষ নিশিগঞ্জ আমতলা নদীর ঘাটে ভিড় করেন। নব পত্রিকা স্নানে রীতি মেনে কলাগাছে প্রথমে হলুদ মাখানো হয়। তারপর করানো হয় কলাবউ স্নান। অন্যান্য মণ্ডপেও চলছে নব পত্রিকা স্নান। এরপর শাড়ি পরিয়ে গাছটিকে নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। নবপত্রিকা স্নানের দৃশ্য ক্যামেরাবন্দী করতে অনেকেই এদিন সকাল সকাল ভিড় জমান নিশিগঞ্জ আমতলা নদীর ঘাটে।
আরও পড়ুন: বিশ্ববাংলা শারদ সম্মান ঘোষণা কোচবিহার জেলা প্রশাসনের