বালুরঘাট: কটূক্তির প্রতিবাদ করায় ছুরিকাহত হলেন মা-ছেলে। শনিবার রাতে বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মূল অভিযুক্ত গৌরাঙ্গ মহন্ত (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতকে বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহন্তপাড়ার বাসিন্দা স্বপ্না সরকার মহন্ত নামে এক বিধবা মহিলা ও তাঁর জা’কে দেখে মাঝে মধ্যেই বিকৃত অঙ্গভঙ্গি ও কটূক্তি করত গৌরাঙ্গ মহন্ত (৫৫) নামে প্রতিবেশী এক প্রৌঢ়। ওই দুই মহিলা প্রথমদিকে বিষয়টিতে ততটা গুরুত্ব দেননি। শনিবার সন্ধ্যায় তাঁদের দেখে ফের কটূক্তি করে অভিযুক্ত। ঘটনার প্রতিবাদ করেন স্বপ্নাদেবী ও তাঁর ছেলে শীর্ষেন্দু মহন্ত (২০)। এনিয়ে কথা কাটাকাটি হয়। এরপর গৌরাঙ্গ বাড়ি ফিরে যায়। অভিযোগ, খানিকক্ষণ পর দুই ভাইপোকে সঙ্গে নিয়ে সেখানে এসে ফের গোলমাল শুরু করে সে। হাতে ছিল সবজি কাটার ছুরি। আচমকাই গৌরাঙ্গ ওই ছুরি নিয়ে শীর্ষেন্দু ও তাঁর মা স্বপ্নাদেবীর ওপর হামলা করে বলে অভিযোগ। ঘটনায় মা ও ছেলে দুজনেই আহত হন। গতকালই মা ও ছেলেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে অবশ্য তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল মূল অভিযুক্ত গৌরাঙ্গ মহন্ত ও তার দুই ভাইপো। শনিবার গভীর রাতে বালুরঘাট থানায় তাদের তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিন ভোরে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হয়েছে।