নাগরাকাটা: মৃত শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি। শাবকের মৃত্যুর ৭২ ঘণ্টা তাকে কাছ ছাড়া করতে নারাজ সে। শুক্র থেকে রবি, টানা ৩ দিন একইভাবে রেড ব্যাংকের জঙ্গলে মৃত শাবকের দেহ আগলে দাঁড়িয়ে রয়েছে মা হাতিটি। যা নজিরবিহীন বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। গরুমারা ডিভিশনের ডিএফও অনশু যাদব বলেন, ‘পরিস্থিতি আগের মতোই রয়েছে। মা কিছুতেই তার নিথর শাবককে ছাড়ছে না। পালের অন্য হাতিগুলিও সেখানে রয়েছে।’ রবিবার বিকেলের দিকে সেখানে ড্রোন ওড়ানো হয়। বন কর্তারা দেখেছেন, মা হাতিটি মৃত শাবকের পাশে দাঁড়িয়েই রয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে পালের অন্য হাতিগুলি সামান্য দূরে যায়। তবে সন্ধ্যার আগে ফের মৃত শাবকের পাশে চলে আসে। হাতিগুলির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বনকর্মীরা।
আরও পড়ুন : মদের ঠেকে পুলিশি অভিযান,আটক চার