রায়গঞ্জঃ বধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ (Raiganj) মহিলা থানার পুলিশ। ধৃতদের নাম গৌরী দাস (৪৫), বাদল দাস (৫৫), বাড়ি কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রামে। ধৃতদের এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বসিয়ান সংলগ্ন ১০ মাইল এলাকার বাসিন্দা দিপালী রায় দাসের বিয়ে হয় কালিয়াগঞ্জের রাধিকাপুরের বাসিন্দা নিতাইনন্দ দাসের। বিয়ের পর থেকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো বলে অভিযোগ দিপালী দেবীর। চলতি মাসের ১৯ তারিখে ওই গৃহবধূকে বেধড়ক মারধর দেয় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে এদিন সকালে গ্রেপ্তার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।