মেখলিগঞ্জ: মেয়েকে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করায় ১৫ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা হল মায়ের। বৃহস্পতিবার মেখলিগঞ্জের(Mekhliganj) অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শুভেন্দু সাহা এই রায় দিয়েছেন।
আদালত সূত্রের খবর, ওই মহিলা তিলক রায় নামে এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা শুরু হয়। ওই শিক্ষক ৭১২ দিন জেলে থাকার পর জামিন পেয়েছেন। সাক্ষ্যদানের সময় অভিযোগকারিনী স্বীকার করে, স্কুলে তার মেয়েকে পাঠ্যবই না দেওয়ার ক্ষোভে সে এই মামলা দায়ের করেছিল। নাবালিকা জানায়, তার মা-ই তাকে মিথ্যে বলতে শিখিয়ে দিয়েছিল। অভিযোগকারিনীর স্বামীও আদালতে স্বীকার করে নেয়, তার স্ত্রী মিথ্যে মামলা করেছে। তারপরই ওই শিক্ষককে বেকসুর খালাস করেছে আদালত।
এই মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সুবলচন্দ্র পাল জানান, বৃহস্পতিবার পকসো আইনের ২২ ধারা অনুযায়ী অভিযোগকারিনীকে ১৫ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।