রাঙ্গালিবাজনা: রাঙ্গালিবাজনার (Rangalibazna) বাসিন্দারা বলছেন, মহিলাদের ‘বশ’ করতে মাছ বিক্রেতা যুবকটির দক্ষতা অসাধারণ। একই মহিলাকে পরপর ৩ বার নিয়ে পালানোর রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। অবিবাহিতা মেয়ে নয়, বরাবরই তাঁর টার্গেট বিবাহিতারা। ডিভোর্সি বা বিধবাদের গুরুত্ব তো আরও বেশি। সম্প্রতি পাশের মহল্লার এক বৌদিকে নিয়ে পালানোর ঘটনায় সালিশি সভা বসে। সেখানে তাকে কান ধরে ওঠবসও করানো হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ স্কুলবেলার সহপাঠীর প্রতি প্রেম চাড়া দেয়। শৈশবের বান্ধবী এখন পাশের মহল্লায় ৩ সন্তানের মা। মাসখানেক মোবাইলে কথা বলার পরই ওই গৃহবধূকে নিয়ে হপ্তাখানেক আগে পগারপার হয়েছে সেই যুবক। বাড়িতে ফেলে গিয়েছে বৌ সহ নিজের ২ সন্তানকে। এদিকে, ওই বান্ধবীও ফেলে গিয়েছে ৩ সন্তানকে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের রাঙ্গালিবাজনা এখন ওই ঘটনায় সরগরম।
এদিকে, তাঁর বৌ যে অন্য কারও হাত ধরে পালাতে পারে, তা মানতেই নারাজ ওই মহিলার স্বামী। তিনি বলছেন, তাঁর স্ত্রী আদৌ অমন খারাপ মেয়ে নয়। ১৪ বছরের সংসার তাঁদের। তবে মাসখানেক ধরে ওই যুবকের সঙ্গে তাঁর বৌয়ের ফোনালাপ চলত। স্বামীর দাবি, বৌকে তুকতাক করে পালিয়ে নিয়ে গিয়েছে পাশের মহল্লার যুবক। স্বামীর কথায়, ‘আমি ওকে ভালবাসি। ওকে ফিরিয়ে এনে সংসার করতে চাই।‘ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন গৃহবধূর বাবা। যুবকের মা বলছেন, ওই মহিলাটি ছেলের শৈশবের প্রেমিকা। দু’জনে স্বেচ্ছায় পালিয়েছে। তবে শিশু ফেলে পালানো ওদের একেবারেই উচিত হয়নি।
অন্যদিকে সেই রোমিও-যুবককে না পেয়ে তার বাবাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। কারণ, এফআইআরে যুবকের বাবার নামও ছিল, জানিয়েছেন মাদারিহাট থানার ওসি গৌরব হাঁসদা।
এদিকে মহিলার স্বামী এবং ওই যুবকের নাম হুবহু এক। ভোটার কার্ড, আধার কার্ড সবেতেই একই নাম। অর্থাৎ নাম এক হওয়ার সুযোগ নিয়ে ভিনরাজ্যে পাড়ি দিতে কিংবা হোটেলে থাকতে ওই দুজনের কোনও সমস্যাই হবে না। যুবককে স্বামী হিসেবে প্রমাণ করতে বেগ পেতে হবে না মহিলাকে। এদিকে ৩ শিশু কন্যাসন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন ওই মহিলার স্বামী। অন্যদিকে ছোট ছোট ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে হিমসিম খাচ্ছেন ওই যুবকের স্ত্রী।
আরও পড়ুন : জমি বিবাদের জের, কাকার আঙুল কেটে দিল ভাইজি