মেটেলি: কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumder) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেটেলি বাজারের তাঁর আত্মীয়ের বাড়িতেও। একসময় তরুণ মজুমদারের বাবা বীরেন্দ্র কুমার খাসনবিশ মেটেলি বাজারে থাকতেন। মেটেলি উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।পরবর্তীতে তিনি কলকাতায় চলে যান। তরুণ মজুমদারের ছোট ভাই অরুণ খাসনবিশ মেটেলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তিনি মারা যান। প্রায় বছরপাঁচেক আগে তরুণ মজুমদার মেটেলি বাজারের বাড়িতে আসেন। বর্তমানে মেটেলির ওই বাড়িতে তরুণবাবুর খুড়তুতো ভাই শৈবাল খাসনবিশ ও তাঁর দিদি সোনালি খাসনবিশ থাকেন। তরুণ মজুমদারের অসুস্থতার খবরে বহুদিন আগেই কলকাতায় চলে গেছেন খুড়তুতো বোন। পরিচালকের মৃত্য সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ওই বাড়ি সহ মেটেলি বাজার এলাকায়। শৈবাল খাসনবিশ বলেন, ‘আমরা একজন অভিভাবককে হারালাম। কলকাতায় একসঙ্গে থাকতাম আমরা।তরুণ মজুমদারের বাবার মৃত্যুর পর আমরা বাবা শৈলেন্দ্র কুমার খাসনবিশ ওনার দেখভাল করতেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে দাদার সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণে আমি কলকাতায় যেতে পারিনি।‘
আরও পড়ুন : পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের