গাজোল: ফুটবল ম্যাচে উপস্থিত হয়ে স্কুল ছাত্রীদের উৎসাহিত করলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শুক্রবার বিকেলে হাতিমারি হাইস্কুলের ফুটবল ময়দানে অনুষ্ঠিত ছাত্রীদের একটি প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন সাংসদ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দুই দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন মৌসম। মৌসম জানান, হাতিমারি হাইস্কুল শুধু গাজোল ব্লকেই নয়, জেলার মধ্যে অন্যতম একটি স্কুল। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও এই স্কুলের যথেষ্ট অবদান রয়েছে। বিশেষ করে ছাত্রীদের ফুটবল দল যথেষ্ট শক্তিশালী। ওই দলটি সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সময় পুরস্কৃত করা হয় ওই স্কুলকে। আগামী দিনে স্কুলের উন্নতির জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্যও সচেষ্ট থাকবেন বলে জানান সাংসদ।
আরও পড়ুন : দ্রুত রনজি ট্রফি শুরুর দাবিতে সরব শাস্ত্রী