মালদা: গঙ্গার ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা, ফরাক্কা ব্যারাজের মূল্যায়ন, পুনর্বাসন, চরের জমি ফেরত পাওয়া সহ বিভিন্ন দাবিতে মালদায় আন্দোলনে শামিল হলেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা। শুক্রবার গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি এবং জন আন্দোলন কমিটির নেতৃত্বে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা ইংরেজবাজারের মুসলিম ইনস্টিটিউট সংলগ্ন মোড়ে পথসভা করে আন্দোলনে শামিল হন।
মালদা জেলার বৈষ্ণবনগর, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুরের নদী তীরবর্তী এলাকার অন্যতম সমস্যা হল নদী ভাঙন। অভিযোগ, পুনর্বাসনের দাবিতে বারবার আন্দোলন করেও কাজের কাজ কিছু হয়নি। আন্দোলনকারীদের বক্তব্য, বছরের পর বছর গঙ্গার ভাঙনে বৈষ্ণবনগরে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। ভিটেমাটি হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে। তাঁদের পাট্টা দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা করেছে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকেছে। আগামীতেও পাশে থাকবে। তবে ফরাক্কা ব্যারাজের বিষয়টি কেন্দ্রের বিষয়। তাঁরাও চান কেন্দ্র যেন বিষয়টি দেখে।