চালসা: মালবাজার সহকারী শ্রম আধিকারিক ও বাগান কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে আগামী ১ সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত রাখল চা বাগান মজদুর ইউনিয়ন। চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ ৮ দফা দাবির ভিত্তিতে ৬ ডিসেম্বর থেকে লাগাতার গেট মিটিংয়ের ডাক দেয় মেটেলি ব্লকের(Metali Block) ছাওয়াফেলি প্রজেক্ট চা বাগানের মজদুর ইউনিয়ন। ৭ ডিসেম্বরও হয় গেট মিটিং। ওই দিনেই মালবাজার সহকারী শ্রম অধিকারিক সংগঠনের নেতাদের আন্দোলন স্থগিত করার আবেদন জানানো হয়। সমস্যা সমাধানে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আশ্বাস দেওয়া হয়। একই আবেদন জানায় বাগান কর্তৃপক্ষও।
সংগঠনের বাগান শাখা সম্পাদক গোপাল ওরাওঁ বলেন, ‘শ্রম দপ্তর আগামী ১ সপ্তাহের মধ্যে বৈঠক ডাকার কথা বলেছে। তাই আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত রাখলাম। তবে ১ সপ্তাহের মধ্যে বৈঠক না ডাকা হলে আমরা পুনরায় আন্দোলন কর্মসূচি শুরু করব।‘
উল্লেখ্য, বর্তমানে শ্রমিকদের দৈনিক ১৯৩ টাকা মজুরি দেওয়া হচ্ছে। এই চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ২৩২ টাকা করা সহ ৮ দফা দাবির ভিত্তিতে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়।
আরও পড়ুনঃ সাজিয়ে তোলা হচ্ছে বালুরঘাটের কংগ্রেস ঘাট