ডিজিটাল ডেস্ক: গতকাল দুপুরে দত্তপুকুরে শুট আউটের ঘটনায় মারা গিয়েছেন এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের কাশিমপুর এলাকায় গতকাল রাতে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় এলাকার বাসিন্দা ভেঙ্কট রাওকে লক্ষ্য করে। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। অন্যদিকে জানা যায়, ভেঙ্কট রাও একজন তৃণমূল কর্মী। সেই পরিপ্রেক্ষিতে আজকে ভেঙ্কট রাওয়ের বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন আমডাঙার বিধায়ক রফিকার রহমান। ইতিমধ্যেই অবশ্য ঘটনায় অভিযুক্ত এক জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে সংসদ অর্জুন সিং দাবি করেছেন, বাকি যারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাঁরা প্রত্যেকেই শাস্তি পাবে। আইন-শৃংখলার দিকে সরকারের নজরদারি রয়েছে বলে দাবি করেন অর্জুন সিং। তবে দত্তপুকুরের ঘটনার পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত মৃত ব্যক্তি জমি ব্যবসার সঙ্গে জড়িত। সেই সংক্রান্ত কোনো সমস্যার কারণে তাঁকে আক্রমণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অর্জুন সিং আজকে নিহত ব্যবসায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনায় জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
মরার আগে পর্যন্ত জেল থেকে ছাড়া পাবেন না অনুব্রত, দাবি প্রাক্তন তৃণমূল নেতার
বর্ধমান: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেপ্তার হতেই মুখ খুললেন গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় বৃহস্পতিবার...
Read more