বেলাকোবা: রাজগঞ্জ ব্লকের বেলাকোবার রেল পরিষেবা নিয়ে বৈঠক করলেন স্থানীয় সাংসদ ডা: জয়ন্ত রায়। বৃহস্পতিবার বেলাকোবা কিশোর স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে ওই বৈঠক হয়েছে। নাগরিক কমিটির সম্পাদক তপন সুর বেলাকোবাবাসীর রেল বঞ্চনার অভিযোগ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে জানান, কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে না। অসম থেকে কলকাতায় যাওয়ার একটি সুপারফাস্ট ট্রেনের স্টপেজ, স্টেশনে রিজার্ভেশনের আলাদা কাউন্টারের দাবি রাখেন তিনি। সাংসদ জানান, অনেক বিষয় নিয়ে তাঁর সঙ্গে রেলের জেনারেল ম্যানেজারের কথা হয়েছে। বৈঠক শেষে এদিন তিনি বেলাকোবা স্টেশনের রাস্তা, জল প্রকল্প পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ মোর্চার পর এবার জিটিএ নির্বাচনের বিরোধিতায় ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ