ভুপাল: মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিং পারমারের পুত্রবধূর রহস্যমৃত্যু। শাজাপুরের বাসভবন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত বধূর নাম সবিতা পারমার (২২)।
জানা গিয়েছে, বছর তিনেক আগে ইন্দর সিং পারমারের ছেলে দেবরাজ সিংয়ের সঙ্গে বিয়ে হয় সবিতার। বুধবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের কাছ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ‘পারিবারিক সমস্যা’র জেরে সবিতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।