ভোপাল: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ অফিসারের। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ওই পুলিশ ইনস্পেকটর মধ্যেপ্রদেশে উজ্জয়নের একটি থানায় নিযুক্ত ছিলেন। ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায়ও ভুগছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০ দিন আগে তাঁকে ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: আগামী তিনদিন রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা
পুলিশ সূত্রে খবর, উজ্জয়নের কনটেইনমেন্ট জোন আম্বার কলোনিতে কাজ করার সময় এই মারণ ভাইরাসের সংস্পর্শে আসেন ওই ব্যক্তি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রসঙ্গত, শনিবারও ইন্দোর পুলিশ স্টেশনের এক ইনস্পেকটর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
করোনায় প্রতিদিনই বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন। করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০। মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন। মৃত্যু হয়েছে ৭৪জনের।
আরও পড়ুন: রায়গঞ্জে ১০০ দিনের কাজ শুরু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখনও করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৫৬ হাজার ৪১৪। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ১২০।