ফাঁসিদেওয়া: সীমান্তে গোরু পাচার রুখতে এবারে ময়দানে সাংসদ। স্থানীয় ১০ জনকে পালা করে পাহারা দেওয়া পরামর্শ দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টা (Raju Bista)। রাতে সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে তাঁবু খাটিয়ে থাকতে আসার আশ্বাসও দিয়েছেন তিনি। বিস্টার কথা, এরপর দেখব কার বাবার ক্ষমতা আছে সীমান্ত দিয়ে গোরু পাচার করে। এই অবৈধ কারবারে জড়িতদের ভয় পাবেন না। লিউসিপাকড়িতে প্রকাশ্য জনসভা থেকে এমনটাই জানালেন সাংসদ।
সীমান্তে বিএসএফ থাকে। আপনারাও থাকুন। এভাবে পাচার চলতে থাকলে আপনাদের পরবর্তী প্রজন্ম সমস্যায় পড়বে। দেশ আমার আপনার সবার। নিরাপত্তার দায়িত্ব সবার আছে। লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকুন। আমাদের কর্মীরাও থাকবেন। ২ জন করে ২ ঘণ্টা করে পাহারা দিন। প্রয়োজনে মাথা ফাটিয়ে দিন। আমার কাছে আসবেন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব। রাতে পাচার হলেই ছবি, ভিডিও তুলে রাখবেন।
সোমবার ভারতীয় জনতা যুব মোর্চার সীমান্তের গ্রাম পরিদর্শন এবং সম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে ফাঁসিদেওয়া বিওপিতে গিয়ে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ব্লকের সাড়ে ৩ কিলোমিটার কাঁটাতার না থাকা নিয়ে কথা বলেন। দ্রুত বিষয়টি নিয়ে ফের আলোচনা করা হবে জানিয়েছেন সাংসদ। আলোচনা শেষে কর্মসূচির অঙ্গ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে গোয়ালটুলি থেকে লিউসিপাখড়ি পর্যন্ত তেরঙ্গা মোটরবাইক র্যালীতেও অংশ নেন।
এরপর জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্য রাজু বিস্টা বলেন, বিএসএফের সঙ্গে কাঁটাতারের বিষয়ে কথা বলেছি। খুব শীঘ্রই ভারত-বাংলাদেশের সীমান্তে ফেন্সিং করে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তাঁর দাবি, এমন উন্নতমানের ফেন্সিং করা হবে যে গোরু দূরস্থ, পাখিও যেতে পারবে না। অন্যদিকে, রাঙ্গাপানীর রেলগেট সমস্যার বিষয়ে আজই রেলওয়ে দপ্তরকে উড়ালপুল তৈরির বিষয়ে চিঠি লিখবেন বলে জানান। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে আশ্বাস দিয়েছেন তিনি।
রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গোরু পাচার নিয়ে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, বাইরে থেকে গোরু আসে, ফাঁসিদেওয়া দিয়ে পাচার করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রচুর টাকা আসছে৷ ৫ মিনিটের জন্য লোডশেডিং করে, এই টাকা আসে। যেদিন রাজ্যে সরকার বদল হবে, এই দপ্তরে যারা এমন অবৈধ কাজ করছেন, তাঁদের এত লাঠি মারা হবে যে গুণতে গুণতে হাঁপিয়ে যাবেন। প্রথম মারটা সাংসদ নিজেই দেবেন। স্থানীয় পুলিশকেও একহাত নিয়েছেন সাংসদ।
তাঁর কথায়, পুলিশ গোরু পাচার করায়, মদত দেয়, এমনকি সুরক্ষাও দেয়। বিএসএফ গোরুর গাড়ি ধরতে গেলেই, থানায় পাচারকারীরা গাড়ি ঢুকিয়ে দেয়। কারণ, থানায় কিছুই করা হয় না। বরং, পাচারকারীদের সুবিধা দেওয়া হয়। বিএসএফ ৫০ কিলোমিটার পর্যন্ত এখনও যাওয়া শুরু করেনি। যেদিন শুরু করবে সেদিন পুলিশ, বিদ্যুৎ দপ্তরের কর্মী কেউই রেহাই পাবেন না। এখনই সাবধান হয়ে যান। রাজ্যে ক্ষমতায় আসার পর এই সমস্যাকে আমরাই নির্মুল করব দাবি রাজু বিস্টার।
রাজ্যে কেন্দ্র সরকারের আবাস, জল, উজ্জ্বলা, মেলে না। কেন্দ্রের ৫ কেজি চাল অর্ধেক রাজ্যবাসী পান না অভিযোগ করেন সাংসদ। তাঁর মন্তব্য, চোরের দল আর কী চুরি করবে বলা সম্ভব নয়। পঞ্চায়েত হোক আর লোকসভা এই চোরেদের ভোট দেবেন না। সীমান্তে যারা থাকেন তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসের এত শক্তি নেই যে, আপনাদের হয়রান করবে। ওঁদের অর্ধেক নেতা ইডি আর বাকি অর্ধেক নেতাকে সিবিআই ধরেছে।
এদিকে, প্রকাশ্য সভা থেকে সাংসদ ঘোষণা করেন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আরেকজন নেতা গ্রেপ্তার হবেন। কর্মীদের সন্ধ্যার ব্রেকিং নিউজ দেখে নিতে বলেন। সোনা, কয়লা, গোরু পাচারে জড়িত আরেক নেতাকে সবশেষে গ্রেপ্তার করা হবে বলে আগাম জানিয়ে দেন রাজু বিস্টা। এদিকে, জনসভা থেকে এলাকার ২ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং ৪ জন পঞ্চায়েত সদস্যকে ৫ লক্ষ টাকা এলাকার উন্নয়নে দেওয়ার কথাও সাংসদ ঘোষণা করেন৷
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Sevoke Rangpo Rail Line | ২০২৪-এর শুরুতেই শেষ হবে সেবক-রংপো রেলপথের কাজ, দাবি ডিআরএমের