প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: দেশের সাম্প্রতিক করোনা (Corona)পরিস্থিতি নিয়ে সোমবার বিভিন্ন রাজ্যের স্বনামধন্য চিকিত্সক এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সূত্রের খবর, এই ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সকলকে অনুরোধ করেন দেশের বিভিন্ন রাজ্যের অধিবাসীদের যত দ্রুত সম্ভব করোনা প্রতিরোধক ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার জন্য। করোনা প্রতিরোধক চিকিত্সা পরিকাঠামোর উন্নয়নের জন্য কোনও রাজ্যের সমস্যা থাকলে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে পর্যাপ্ত সহায়তা করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ডাঃ শান্তনু সেন (Santanu Sen)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন শান্তনু। তাঁর কথায়, ‘করোনার প্রাদুর্ভাব, করোনার বেড়ে ওঠা, রোগীদের সমস্যা, সব রাজ্যে সমান নয়। এই মর্মে প্রতিটি রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা করেই যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই লক্ষ্য রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।’ শান্তনু এও বলেন, ‘যেখানে ভেন্টিলেটর লাগবে, যেখানে অক্সিজেন সিলিন্ডার, টেস্টিং কিট, ভ্যাকসিন যেমন লাগবে সেইমতো যেন কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব জিনিস জোগান দেয়, সেই বিষয়েও অনুরোধ জানিয়েছি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : তাইল্যান্ড ও মায়ানমার থেকে বিহারে আসা ৪ তীর্থযাত্রীর দেহে করোনার উপসর্গ