মানিকগঞ্জ: বাংলাদেশ(Bangladesh) সীমান্তে বসবাস করার জন্য নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে ভারতীয় ছয়টি গ্রামের বাসিন্দাদের। এর হাত থেকে নিস্তার পেতে জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের দ্বারস্থ হন তাঁরা। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে যান সাংসদ। এলাকাটি পরিদর্শন করে বাসিন্দাদের সমস্যার কথা শুনে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিন সাংসদের সঙ্গে ওই এলাকায় যান জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত রবিদাস, গ্রাম পঞ্চায়েত সদস্য সমূল হক, বিজেপির সদর দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক দিলীপকুমার দাস, যুব মোর্চার বিধানসভা কনভেনার গণেশচন্দ্র রায়, বিএসএফের ২১ নম্বর ব্যাটালিয়নের চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এস এন সিং। সাংসদ বলেন, ‘ভৌগোলিক দিক থেকে কাঁটাতার ঘেরা এই গ্রামগুলি পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত ভারতীয় ছয়টি গ্রাম। বর্তমানে গ্রামবাসীরা কাঁটাতার মুক্ত হতে চায়। তাঁরা সিপাইপাড়া গ্রামে একটি মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্যোগ নিলে বিএসএফের বাধায় তা বন্ধ হয়ে যায়। এছাড়াও ওই এলাকায় রাস্তা, পানীয় জলের সমস্যা রয়েছে।
স্বাধীনতা দিবসে ৭৫ ফুটের পতাকা নিয়ে বিজেপির পদযাত্রা
রায়গঞ্জ: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে ৭৫ ফুটের জাতীয় পতাকা নিয়ে রায়গঞ্জ (Raiganj) শহরে একটি...
Read more