নয়াদিল্লি: প্যালেস্তাইনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর মৃত্যু। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘রামাল্লায় ভারতীয় প্রতিনিধির মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি বুদ্ধিদীপ্ত সপ্রতিভ একজন আধিকারিক ছিলেন। তাঁর পরিবারের প্রতি গভীর শোকজ্ঞাপন করছি।’ প্রসঙ্গত, গত বছর রামাল্লা শহরে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন মুকুল।
এদিকে, মুকুলের মৃত্যুতে প্যালেস্তাইনের তরফেও বিস্ময় প্রকাশ করা হয়েছে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্যালেস্তাইন সরকার।
আরও পড়ুনঃ আজ ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি