দিনহাটা: ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়ার আন্দুলে গত ২৯-৩১ জুলাই আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতায় সাব জুনিয়ার ৬৯ কেজি বিভাগে প্রথম হল দিনহাটার(Dinhata) ৫ নম্বর ওয়ার্ডের মুল্টি দেবনাথ। মুল্টি দিনহাটা গোপাল নগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা মনোজ দেবনাথ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। মনোজবাবু জানান, মেয়ের শরীর চর্চার ওপর আগ্রহ ছিল। একবছর আগে দিনহাটার কমল গুহ মেমোরিয়াল মাল্টি জিমে বিষ্ণুপদ বর্মনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতে শুরু করে সে। এরপর গত ২৯-৩১ জুলাই হাওড়ার আন্দুলে ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ এলে সে ৬৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ৩১ জুলাই তিনটি ধাপ পেরিয়ে মুল্টি রাজ্যসেরা হয়। এদিন দিনহাটা গোপাল নগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাজ আলি জানান, মুল্টির সাফল্য বিদ্যালয়ের সকলকে অনুপ্রাণিত করবে।
কৈলাস কোচের আত্মসমর্পণ ‘নাটক’, অডিও বার্তায় দাবি জীবন সিংহের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্দুকের সামনে দাঁড় করিয়ে কেএলও-র জেনারেল সেক্রেটারি কৈলাস কোচকে দিয়ে আত্মসমর্পণের নাটক করানো হয়েছে। গোপন স্থান...
Read more