ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আগ্রাসী মনোভাবের বিরোধিতা করে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আন্তর্জাতিক বহু সংস্থা। কিন্তু এবার খাদ্য প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা পাকাপাকিভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে জানা গিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে যেভাবে মানবতার সংকট তৈরি করেছে রাশিয়া, তা থেকে দৃষ্টি সরিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। তবে সূত্রের খবর, শর্ত রাখা হয়েছে, রাশিয়ায় কর্মরত বহুজাতিক খাদ্য প্রস্তুতকারক সংস্থার ৬২ হাজার কর্মীর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের চাকরিতে বহাল রাখতে হবে। খুব স্বাভাবিকভাবেই বিখ্যাত এই বহুজাতিক সংস্থা রাশিয়া থেকে ব্যবসা গোটানোর ফলে সে দেশের অর্থনীতিতে জোর ধাক্কা লাগবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
দশে দশ 01.07.2022
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more