মেটেলি: সোমবার বিকেল থেকে টানা বৃষ্টির জেরে মেটেলি ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্লকের বিভিন্ন নদীর পাড় ভাঙছে। ব্লকের আইভিল চা বাগানে যাতায়াতের কয়েকটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। চালসার স্কুল পাড়া, ডিইসি পাড়ার বহু বাড়ি জলমগ্ন। কুর্তি নদীর জল ঢুকে মিঠাই ধুরা এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। শালবাড়ি এলাকায় নেওড়া নদীর ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা। মাথাচুলকা ও দক্ষিণ ধূপঝোরা এলাকার বেশ কয়েকটি বেসরকারি রিসর্টও জলমগ্ন হয়ে পড়েছে। মূর্তি নদীর বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। বিধাননগর গ্রাম পঞ্চায়েতে কুর্তি নদীর ভাঙন ব্যাপক আকার নিয়েছে। মেটেলি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
তিস্তার ভাঙনের কবলে টোটগাঁও, কৃষিজমি বসতবাড়ি হারিয়ে নিঃস্ব ৯ টি পরিবার
টোটগাঁওঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে পুরো দেশ যখন মেতে উঠবে "আজাদী কা অমৃত মহোৎসবে", ঠিক সেই সময় বিষাদে ভরা একরাশ...
Read more