চোপড়াঃ বাংলাদেশের করতোয়ার জল ঢুকে ভোগান্তি বাড়ল সীমান্তবর্তী গ্রামে। প্রবল বর্ষণে বাংলাদশের জল ঢুকে নাকাল চোপড়া ব্লকের(chopra block) বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসী। এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। জানাগেছে, ভারত বাংলাদেশ সীমান্তের চোপড়ার দাসপাড়া ও ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত ১৫ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে করতোয়ার জলে। দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল মণ্ডল বলেন, একদিকে করতোয়ার জল ঢুকেছে, অন্যদিকে বৃষ্টির জলে বাবুগছ, নজরপুর সহ ৪-৭ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় ডাঙ্গাপাড়া ও নন্দীগছে ত্রাণ শিবির খোলা হয়েছে। চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, জমা জলে কিছু জায়গাতে সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলিকে সব বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। লক্ষীপুরের কাটগাঁও স্কুলে শিবির খোলা হয়েছে। সেখানে ২৫ জন দুর্গত আশ্রয় নিয়েছেন। সব জায়গাতে ব্লক প্রশাসনের নজরদারি রয়েছে।