মুম্বই: দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সেদিকে খেয়াল রেখে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। এবার বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক নিভৃতবাসের নির্দেশিকা জারি করল তারা। ইতিমধ্যেই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসা যাত্রীদের তালিকা চেয়েছে বিএমসি। ২৪ ঘণ্টা অন্তর ওই তালিকা পাঠাতে হবে। সংশ্লিষ্ট দেশগুলি থেকে আসা যাত্রীদের পরীক্ষার পর তাঁদের বাড়িতে নিভৃতবাসে পাঠানো হবে। নিভৃতবাসীদের গতিবিধির ওপর নজরদারি করবেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রতিদিন একজন চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করবেন। সপ্তমদিন আরটি-পিসিআর পরীক্ষা হবে।
বিএমসির তরফে জানানো হয়েছে, ওমিক্রন চিহ্নিতকরণের জন্য জিনোম সিকোয়েন্স পরীক্ষাও হবে। শহরের বিভিন্ন আবাসন কর্তৃপক্ষকেও বিদেশ থেকে আসা ব্যক্তিদের কঠোরভাবে নিভৃতবাসে থাকা নয়া নির্দেশিকা সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে।
কর্ণাটকের পর এবার এক ওমিক্রন আক্রান্তের হদিস মিলেছে গুজরাটের জামনগরে। জানা গিয়েছে, কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ফিরেছেন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত তিনজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে।