নয়াদিল্লি: করোনার ভয়াবহ পরিস্থিতি বাংলায়। কলকাতা সহ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পংয়ের নামও উঠে এসেছে এই তালিকায়। সোমবার কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতি মুম্বই, পুনে, ইন্দোর, জয়পুর এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের আরও কিছু এলাকায় ক্রমশ জটিল হয়ে উঠেছে।
এই সব জায়গায় লকডাউন উপেক্ষা করে মানুষের জীবনযাত্রা করোনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, করোনা পরিস্থিতি এসব এলাকায় ভয়ঙ্কর রূপ নিয়েছে। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে। সামাজিক দূরত্ব না মেনে শহর ও শহরতলিতে গাড়ি-ঘোড়া চলছে। এসব বন্ধ করতে হবে।’
দেশে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে ৫৪৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা সোমবার পৌঁছেছে ১৭ হাজার ২৬৫ তে। বর্তমানে মধ্যপ্রদেশের ইন্দোর, মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে, রাজস্থানের জয়পুর এবং পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এসব এলাকা থেকে লকডাউন অমান্য করে জনগণের কার্যকলাপের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্র সরকার এই মর্মে ছটি বিশেষ কমিটি তৈরি করছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, এই চারটি রাজ্যে নজরদারি চালাবে এই দল। তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এমনটাই জানা গিয়েছে মন্ত্রকের তরফে। এই কমিটি লকডাউনের বিধি মানা হচ্ছে কিনা, জরুরী পরিষেবা বজায় থাকছে কিনা এবং শ্রমিক ও গরীব মানুষদের ত্রান ঠিকমতো বিলি করা হচ্ছে কিনা এ ব্যাপারে খবরা-খবর দেবে।