মুম্বই: শহরের পথে বের হলেই এবার মুখে মাস্ক পরা আবশ্যিক। বুধবার এমনই নির্দেশ দিয়েছে মুম্বই প্রশাসন। নির্দেশ না মানলে কঠিন শাস্তি। গ্রেফতারও করা হতে পারে। শহরের খোলা রাস্তায় কিংবা গাড়ির ভেতরে, মুখে মাস্ক পরা আবশ্যিক। মুম্বই পুরসভার তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বাইরে মাস্ক পরে বেরোতে আবেদন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, ‘দরকারী কাজে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরুন।’ ভারতের প্রথম শহর হিসেবে জারি করা হল এই নির্দেশিকা।
মুম্বইয়ে প্রায় ২ কোটি মানুষের বসবাস। এখনও পর্যন্ত ৭৮২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। মৃত্যু হয়েছে ৫০ জনের। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৪৪-এ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে মত জানিয়েছে মহারাষ্ট্র সরকার। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার জানিয়েছেন, ১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব নয়। সর্বদলীয় বৈঠকে মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ নিয়ে পরামর্শ করবেন। তবে লকডাউন এত তাড়াতাড়ি শেষ হবে বলে মনে করছেন না প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত নেওয়ার আগে শনিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন।