মুম্বই: করোনার(corona) ঢেউয়েই একেবারে বিধ্বস্ত হয়ে পড়া মুম্বইয়ে উঠে গিয়েছে বিধিনিষেধ। সেখানে মাস্ক বাধ্যতামূলক না রাখলেও তা পরার পরামর্শ দিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে এর মাঝেই মুম্বই বিমানবন্দরে মাস্ক পরতে হবে বলে জানিয়ে দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এছাড়াও বিমানেও বাধ্যতামূলক থাকছে মাস্ক।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। এর জেরে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর মাঝে মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও ইউরোপের অনেক দেশই মাস্কের ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।