কোচবিহার: বর্ষার আগে কোচবিহার শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে পুরসভা। জোরকদমে নিকাশি নালা সাফাই চলছে। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, শহরে যেসব নিকাশি নালা রয়েছে তার মধ্যে অনেকগুলিই রাজ আমলে তৈরি। দীর্ঘদিন সেগুলিতে মাটি জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অল্প বৃষ্টিতেই জল রাস্তায় উঠে আসে। তাই সেগুলি ভালো মতো সাফাই করা হচ্ছে।
নিকাশির সমস্যার কারণে কোচবিহার শহরের নাগরিকদের নাজেহাল হতে হয়। বর্ষায় সিলভার জুবিলি রোড, রাজমাতা রোড, আরআরএন রোড, পুরাতন পোস্ট অফিস পাড়া, নরেন্দ্রনারায়ণ উদ্যান, রাজবাড়ি, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে যায়। এমনকি বহু বাড়ি ঘরেও জল ঢুকে পড়ে। কোথাও হাঁটু জল, কোথাও আবার তারও বেশি জল পেরিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। বেশ কয়েক বছর ধরে বর্ষায় এই ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। গুরুত্বপূর্ণ পর্যটনস্থলগুলির সামনে জল জমে থাকায় সমস্যা হয় পর্যটকদেরও। তবে নিকাশি নালা সাফাই শুরু হওয়ায় সেই সমস্যা কমবে বলে দাবি পুরসভার। তবে বাসিন্দাদের দাবি, শুধু সাফাই নয়, শহরে নতুন করে নিকাশি নালা তৈরি করা প্রয়োজন।
আরও পড়ুন : চা বাগানে বাইসনের তাণ্ডব, আতঙ্ক এলাকায়