উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: খুনের হুমকি দিয়ে পোস্টার। দু-একটি নয়, একাধিক পোস্টার পড়েছে বিভিন্ন এলাকাজুড়ে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অন্যদিকে, বিধায়কের তরফে অভিযোগ মিলতেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
জানা গিয়েছে ওই হুমকি পোস্টারে লেখা রয়েছে, ‘আপনার হাতে সময় খুব কম, আপনি সাবধান। অম্বিকা আপনি ঠিকভাবে কাজ করুন, না হলে আপনার হাতে সময় খুব কম, সাবধান।’ অভিযোগ এমনই একাধিক পোস্টার পড়েছে বিভিন্ন এলাকাজুড়ে। এছাড়াও বিধায়কের অফিসের বাইরেও সেই পোস্টার দেখা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে বিধায়ক অম্বিকা রায় জানিয়েছেন, কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। সেক্ষেত্রে তাঁর দাবি রাজনৈতিক কারণেই এই পোস্টার সাঁটানো হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যত খুনের হুমকি দিয়ে এই পোস্টার সাঁটিয়েছে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় দাবি করেছেন বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
আরও পড়ুন : জাতি বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ধৃত অধ্যাপক