মুর্শিদাবাদ: বাপেরবাড়ি থেকে চাহিদামতো পণের টাকা আনতে না পারায় মহিলার মাথা ন্যাড়া করে দিল স্বামী! মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার সলুয়া বিলধারী গ্রামের ঘটনা। গত ১৮ জুন ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গতকাল সন্ধ্যায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বছর দুয়েক আগে রাকিবার সঙ্গে বিয়ে হয় আবদুল্লার। রাকিবার বাবা-মা দু’জনেই অন্ধ এবং ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। রাকিবার বিয়ের সময় তাঁরা বহু কষ্টে আবদুল্লাকে কিছু যৌতুক দিয়েছিলেন। সূত্রের খবর, বিয়ের সময় রাকিবার বাবা-মা প্রতিশ্রুতি দিয়েছিলেন আবদুল্লাকে এক লক্ষ টাকা নগদ দেবেন। যদিও তাঁরা বলেছিলেন, একবারে এত টাকা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। কয়েক কিস্তিতে সেই টাকা আবদুল্লাকে দিয়ে দেবেন। পেশায় পরিযায়ী শ্রমিক আবদুল্লা বিয়ের প্রায় দু’বছর পর এখনও সম্পূর্ণ এক লক্ষ টাকা না পাওয়ার জন্য মাঝে মধ্যেই রাকিবার ওপর অত্যাচার করত বলে অভিযোগ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মাসখানেক আগে বাপেরবাড়ি চলে যান রাকিবা। কিন্তু সপ্তাহ দুয়েক আগে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে স্ত্রীকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আবদুল্লা। গত ১৮ তারিখ ফের একবার শ্বশুরবাড়ি থেকে পণের টাকা আনার জন্য রাকিবার ওপর চাপ সৃষ্টি করে আবদুল্লা। কিন্তু বাবা-মার আর্থিক অবস্থার কথা জানিয়ে রাকিবা বলেন, তিনি আর কোনও টাকা আনতে পারবেন না। অভিযোগ, এরপরই রাকিবার মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাঁর হাত-পা বেঁধে চুল কেটে ন্যাড়া করে দেয় আবদুল্লা।
রাকিবা বলেন, ‘বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমার স্বামী অত্যাচার চালাত। কিন্তু আমাদের এক কন্যাসন্তান জন্মানোর পর অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায়। সম্প্রতি বাবার কাছ থেকে পণের টাকা আনার জন্য চাপ দিচ্ছিল আবদুল্লা। কিন্তু আমি তাকে জানিয়ে দিয়েছিলাম যে, বাবা-মায়ের পক্ষে আর কোনও টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই আমার স্বামীর সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্কও গড়ে উঠেছে। এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করাতে আমার হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী।’
হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন, ‘ইতিমধ্যে হরিহরপাড়া থানা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। তবে গোটা ঘটনাটি সমাজের পক্ষে খুব খারাপ একটি বার্তা। প্রশাসন দোষী ব্যক্তির কঠোর শাস্তি সুনিশ্চিত করবে।’
আরও পড়ুন: Flood | ন্যাকবলিত ঘাটালের জন্য বড় দুঃসংবাদ! নৌকা দেবেন না বলে জানালেন মালিকরা